পরিবারের সদস‍্যরা কোয়ারেন্টিন সেন্টারে , বাড়ি থেকে লুট অলঙ্কার সহ সামগ্ৰী

26th June 2020 10:44 pm কলকাতা
পরিবারের সদস‍্যরা কোয়ারেন্টিন সেন্টারে , বাড়ি থেকে লুট অলঙ্কার সহ সামগ্ৰী


পিয়ালী ঘোষ ( কলকাতা ) : 

কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়ি ফিরে মাথায় হাত আদক পরিবারের। যেমনটা জানা গেছে নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি বড় পোল, আদক পাড়ার বাসিন্দা স্বর্গীয় নিতাই চাঁদ আদকের মেজো ছেলের একমাত্র ছেলে শুভঙ্কর আদক যিনি পেশায় গাড়ির চালক। মুম্বাই থেকে যাত্রী নিয়ে ১২ই জুন কলকাতায় আসার পরের দিন থেকেই জ্বরে আক্রান্ত হলে তাকে মুচিশা লক্ষ্মী বালা দত্ত গ্রামীন হাসপাতাল থেকে এম আর বাঙ্গুর হাসপাতাল এ পাঠানো হলে, ১৫ তারিখ তার পজিটিভ ফলাফল আসায় শুভঙ্কর সহ পরিবারের বাকি ১৪ জন  সদস্যকে বিড়লা পুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তারা হোম কোয়ারেন্টাইন এ থাকতে চায়, বাড়ির নিরাপত্তার কথা ভেবে। কিন্তু নোদাখালি থানার পক্ষ থেকে বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এই প্রতিশ্রুতি দেওয়া হলে আদক পরিবার কোয়ারেন্টাইন সেন্টারে যেতে রাজি হয়।

আজ ১৪ জনের পাঁচজন নেগেটিভ টেস্ট রিপোর্ট আসায় বাড়ি ফিরে দেখেন পরিবারের প্রায় সবকটি ভাইয়ের ঘরের দরজা ভেঙে আলমারির যাবতীয় জিনিস তছনছ অবস্থায় পড়ে আছে। পরিবার সূত্রে দাবি আনুমানিক ১০ লক্ষ টাকার নগদ ও গহনা চুরি গিয়েছে। নোদাখালি থানার পুলিশ পুরো ঘটনার  তদন্তে নেমেছে।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।